kalerkantho


পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ধোনির বায়োপিক

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০০পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ধোনির বায়োপিক

MNS পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার হুমকি দেওয়ার পরই পাকিস্তানে বয়কট করা হল ধোনির বায়োপিক এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি। পাকিস্তানি ডিস্ট্রিবিউটররা সিদ্ধান্ত নিয়েছেন ছবিটি পাকিস্তানের কোনও সিনেমাহলে রিলিজ় করা হবে না।

পাকিস্তানি ডিস্ট্রিবিউশন কম্পানি IMCC ছবিটি পাকিস্তানে রিলিজ করা থেকে সরে এসেছে। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তাঁরা ছবিটি রিলিজ করবেন না।

কোনও বলিউড ছবির লভ্যাংশের ক্ষেত্রে পাকিস্তানের বাজার একটি বড় বিষয়। বলিউড ছবির তৃতীয় বৃহত্তম বাজার হল পাকিস্তান। এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি পাকিস্তানে বয়কট হয়ে যাওয়ায় ছবির ব্যবসায় তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

২৩ সেপ্টেম্বর লাহোর হাইকোর্টে একটি আবেদন জমা পড়ে। সেখানে বলা হয় কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও ভারতীয় ছবি যেন পাকিস্তানে রিলিজ করতে না দেওয়া হয়। আবেদন জমা পড়ার একসপ্তাহও এখনও হয়নি। তার মধ্যেই ভারতীয় ছবি বয়কট করা হল পাকিস্তানে।


মন্তব্য