kalerkantho


পার্থ বড়ুয়ার বাজি-আয়নাবাজি

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩০পার্থ বড়ুয়ার বাজি-আয়নাবাজি

আগামীকাল মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’।   এতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। সিনেমাটি নিয়ে পার্থ বড়ুয়া নিজেও অনেক আশাবাদী।  

পার্থ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, সিনেমায় এটিই আমার প্রথম কাজ। এর আগে ছোটপর্দায় অভিনয় করেছি। কিন্তু সিনেমার বিষয়টি আসলে বিরাট ব্যাপ্তির বিষয়। ছোটপর্দার সঙ্গে এর পার্থক্য বিশাল। আমার সিনেমাতে অভিনয় করার খুব যে আগ্রহ ছিল এমনটি নয়। কিন্তু অমিতাভ মনে করেছেন যে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি তাতে আমাকে যথেষ্ট মানিয়েছে এবং আমি অভিনয় করতে পেরেছি। এক্ষেত্রে একটি কথা না বললেই নয় যে আমাকে আয়নাবাজিতে অভিনয় করার ব্যাপারে দারুণভাবে সহযোগিতা করেছেন নায়লা আজাদ নূপুর আপা।  

অমিতাভ খুব মনোযোগ দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন, সিনেমাটোগ্রাফার হিসেবে রাশেদ অসাধারণ কাজ করেছেন। চঞ্চল, নাবিলাসহ সবাই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তাই আমি আয়নাবাজি নিয়ে দারুণভাবে আশাবাদী। আর আগে সিনেমাটি মুক্তি পাক। যদি দর্শকের ভালোলাগে তাহলে সিনেমায় অভিনয় করা নিয়ে ভাবা যেতে পারে। তবে আমি আয়নাবাজির ফলাফলটা দেখতে চাচ্ছি।  বলা যায় এই ছবি পার্থ বড়ুয়ার বাজি।


মন্তব্য