kalerkantho


আবারও দুর্দান্ত অ্যাকশন মুভিতে জন আব্রাহাম (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০০আবারও দুর্দান্ত অ্যাকশন মুভিতে জন আব্রাহাম (ভিডিওসহ)

অ্যাকশন, অ্যাকশন আর অ্যাকশন। ফুল ফোর্সে অ্যাকশন নিয়ে পাঁচ বছর পর ফিরে এসেছেন জন আব্রাহাম। এসিপি যশবর্ধন এবারে মুম্বই পুলিশ নয় কাজ করবেন ‘র’-এর হয়ে। সঙ্গী ‘দাবাং’ সোনাক্ষী সিনহা।

পরিচালক নিশিকান্ত কামাতের ‘ফোর্স’-এ অ্যাকশনের প্রেক্ষাপট ভালবাসাই ছিল। তবে নতুন ছবির নতুন পরিচালক অভিনয় দেও পুরোপুরি অ্যাকশনের উপরেই ভরসা রেখেছেন। ‘আকিরা’র পর ফের অ্যাকশন মোডে নজর কেড়েছেন সোনাক্ষী সিনহা।

বিদ্যুৎ জামওয়ালের স্থান এবারে নিয়েছেন তাহির রাজ ভাসিন। তাই ‘ফোর্স ২’-এর ভিলেন স্টান্টের বদলে চোরাগোপ্তা হামলাতেই বেশি বিশ্বাসী। অবশ্য আস্ত চার চাকার গাড়ি তুলে নেওয়া মাসক্যুলার জনের কাছে সবই ফেল।

দেখুন ট্রেইলার :


মন্তব্য