kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


দেবের নায়িকা হতে যাচ্ছেন তার বান্ধবী?

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪০দেবের নায়িকা হতে যাচ্ছেন তার বান্ধবী?

দেব এবং রুক্মিনি মৈত্র কি শুধুই বন্ধু নাকি গোপনে গোপনে তাদের প্রেমপর্ব চলছে তা নিয়ে জল্পনা চলছে গত তিন বছর ধরেই। রুক্মিনি এবং দেবকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা যায়।

একসঙ্গে ডিনারেও যান তারা। কিন্তু দুজনই বলেন যে তারা প্রেম-ট্রেম করেন না; জাস্ট বন্ধু।

এসবের মধ্যেই হঠাৎ গুঞ্জন উঠেছে এবার নাকি মডেল থেকে টলিউডের নায়িকা হতে চলেছেন রুক্মিনি! শুধু তাই নয়, না যাচ্ছে, সেই ছবি প্রযোজনা করতে পারেন দেব নিজেই।

জানা গেছে, রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবিটির গল্প বক্সিং নিয়ে। তবে এই নিয়ে রাজ বা তার ইউনিটের কেউই মুখ খুলতে রাজি নন। এই পুজোতে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'অভিমান'। তার পরে রাজ অন্য কোনো ছবি করছেন বলে এখনও শোনা যায়নি। তবে কি পুজোর পরই শুরু হবে দেবের বান্ধবীর অভিষেক মুভির কাজ?


মন্তব্য