kalerkantho


গোপনে ভারত ছাড়লেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪১গোপনে ভারত ছাড়লেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ!

কাশ্মীর হামলার জেরে গোপনে ভারত ত্যাগ করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সেই ভয়াবহ হামলার পরেই পাক শিল্পীদের ভারত ছাড়া করার হুমকি দিয়েছিল এমএনএস। তার জেরেই ফওয়াদের এই সিদ্ধান্ত কি না তা নিয়ে জল্পনা চলছে।

যদিও অনেকে বলছেন, অক্টোবরেই আবার বাবা হবেন ফাওয়াদ। স্ত্রীর দেখভালের জন্যই দেশে ফিরেছেন তিনি। কিন্তু ঘটনা যদি তাই হয় তবে সবার অগোচরে কেন তিনি ভারত ত্যাগ করবেন সেটাও একটা প্রশ্ন। এর ফলে দিওয়ালিতে মুক্তি পেতে চলা করণ জোহরের নতুন ছবির প্রচারে ফাওয়াদকে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই এমএনএস হুমকি দিয়েছে, ওই ছবির যে যে দৃশ্যে ফাওয়াদ অভিনয় করেছেন তা মুছে না দিলে ছবির প্রদর্শনে বাধা দেওয়া হবে। মঙ্গলবারও এ নিয়ে পরিচালকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তারা।


মন্তব্য