kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


আমিশার গোসলের ছবি ভাইরাল!‌

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১২আমিশার গোসলের ছবি ভাইরাল!‌

শেষ কয়েকটা ছবি ফ্লপ। তবে কী করে খবরে আসতে হয়, সেটাভালই জানেন আমিশা প্যাটেল।

এবার ইনস্টাগ্রামে নিজের গোসলের ছবি পোস্ট করলেন তিনি। আর তাতেই নড়েচড়ে বসেছেন আমিশার ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে, কালো করসেট এবং সোনার গয়না পরে লাস্যময়ী ভঙ্গিতে ভিজছেন আমিশা। সঙ্গে লেখা, ‘‌স্নান করুন রকস্টারের মতো’‌।   ভক্তদের চোখা চোখা মন্তব্যেও জুটেছে ওই ছবিতে। তার বেশিরভাগই অবশ্য অশালীন। তবে সেসবে আর কবেই বা মাথা ঘামিয়েছেন আমিশা।

সূত্র: ‌আজকাল


মন্তব্য