kalerkantho


সাইফ-কারিনার অনাগত সন্তানের নাম কি জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০২সাইফ-কারিনার অনাগত সন্তানের নাম কি জানেন?

জন্মের আগেই সন্তানের নাম ঠিক করে ফেললেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আর এ ব্যাপারে তাঁদের নাকি ইন্সপায়ার করেছেন রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া এবং শহিদ কাপুর-মীরা রাজপুত। না! এঁরা সন্তানের জন্মের আগে নাম রাখেননি। তবে যে পদ্ধতিতে সন্তানের নাম রেখেছেন তা পছন্দ হয়েছে সাইফ-কারিনার।

আসলে সাইফ-কারিনাকে একসঙ্গে মিডিয়াতে ‘সাইফিনা’ বলেন অনেকে। আর সেই টার্মটাই বেশ পছন্দ হয়েছে ছোটে নবাবের। ঠিক যে ভাবে রানি-আদিত্যর নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আদিরা। দিন কয়েক আগে শহিদ-মীরা নিজেদের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম দিলেন মিশা। ঠিক তেমন ভাবেই ছেলে বা মেয়ে যাই হোক তাকে ‘সাইফিনা’ বলেই ডাকতে চান বি-টাউনের এই সেলেব দম্পতি।  

আইডিয়াটা নাকি সাইফেরই। সে তথ্য ফাঁস করে কারিনা বললেন,  গোটা বিষয়টা নিয়ে ও খুব মজা পেয়েছে। ও বলেছে, আমরা আমাদের সন্তানের নাম রাখব সাইফিনা। করিনার প্রেগন্যান্সির খবর প্রথম শুনে সাইফ নাকি তাঁকে বলেছিলেন,  তোমাকে প্রেগন্যান্ট দেখতে দারুণ লাগছে। আমি চাই তুমি বার বার প্রেগন্যান্ট হও।  সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো।


মন্তব্য