kalerkantho


রণবীর-ঐশ্বরিয়ার ১৮ বছর আগের ছবি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৩রণবীর-ঐশ্বরিয়ার ১৮ বছর আগের ছবি

ঐশ্বরিয়া আর রাই আর রণবীরের রসায়ন নিয়ে এম্নিতেই কম মাথা ব্যাথা নেই বলিউডে। তারপরেও তাদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তোলপাড় চলেছে।  পৌঁছে গেছে বচ্চন পরিবারের অন্দর মহলে।  রণবীরের বয়স এখন ৩৩।  ঐশ্বরিয়ার ৪২। কিন্তু ১৮ বছর আগে তারা দেখতে কেমন ছিলেন?  রণবীর তখন ১৫ বছরের কিশোর আর ঐশ্বরিয়া ২৪ বছরের যুবতী।  তাঁদের সেই সময়ের ছবি দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এমন একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। ভারতীয় গণমাধ্যমগুলোও ফলাও করে এই যুগল ছবি প্রকাশ করছে। 


মন্তব্য