kalerkantho


প্রভাসের জন্মদিনের সারপ্রাইজ ফাঁস

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৩প্রভাসের জন্মদিনের সারপ্রাইজ ফাঁস

প্রভাসের জন্মদিনে একটি সারপ্রাইজ দেওয়ার কথা জানিয়েছিলেন বাহুবলীর পরিচালক রাজামৌলি। কিন্তু সেটি কী, তা তিনি জানাননি। এবার ফাঁস হয়ে গেল সেই সারপ্রাইজটি।

শোনা গেছে, ২৩ অক্টোবর, প্রভাসের জন্মদিনে রিলিজ় করতে চলেছে বাহুবলীর টিজার। ছবির প্রধান চরিত্র বাহুবলী। এই চরিত্রেই অভিনয় করছেন প্রভাস। এছাড়া শিবার চরিত্রেও তাঁকে দেখা যাবে।

তবে ছবির শুটিং কিন্তু এখনও শেষ হয়নি। আরও মাস দু’য়েক লাগবে। সম্ভবত নভেম্বরে শেষ হবে বাহুবলী- দা কনক্লিউশনের শুটিং।

ছবির জন্য প্রচুর পরিশ্রম করছেন প্রভাস ও রানা দাগ্গুবতি। একটি সিন শুটের জন্য টানা ৩০ দিন প্র্যাকটিস করেছেন প্রভাস। ছবির ক্লাইম্যাক্সে নাকি অনেক অ্যাকশন সিন থাকছে। এও শোনা গেছে ছবির জন্য চেহারা বানাতে দিনে ৪০টি করে ডিম খেতেন রানা ও প্রভাস।

বাহুবলী- দা বিগিনিং ছবিটি বিশ্বজুড়ে অসাধারণ সাফল্য পেয়েছিল। ছবির ট্রেলার ২৪ ঘণ্টার মধ্যে ৪ মিলিয়ন ভিউয়ার্স পেয়েছিল। এটি প্রথম ভারতীয় ছবি যার উপর আলাদা করে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে।

 


মন্তব্য