kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


ধোনির ভয়ে পিছু হটলেন সানি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩৫ধোনির ভয়ে পিছু হটলেন সানি

এই সপ্তাহেই রিলিজ করার কথা ছিল এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি ও বেইমান লাভের। কিন্তু বেইমান লাভের মুক্তি পিছিয়ে গেছে পরের মাস পর্যন্ত।

১৪ অক্টোবর রিলিজ করবে ছবিটি।

নীরজ পান্ডের ছবি এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি রেকর্ড সংখ্যক থিয়েটারে রিলিজ় করছে। ধোনির বায়োপিক দেখতে দর্শকের মধ্যেও উৎসাহ চরমে। নির্মাতার মনে করছেন, এর মধ্যে বেইমাল লাভ রিলিজ করলে ছবিটি ক্ষতির মুখে পড়তে পারে। সানি ম্যাজিকও ছবিটিকে বাঁচাতে পারবে না। তাই ছবির রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে।

আর তাছাড়া ধোনি এত সিনেমাহলে রিলিজ করছে যে বেইমান লাভের জন্য খুব বেশি থিয়েটারও পাওয়া যাচ্ছে না। যেক’টা পাওয়া যাচ্ছে তাতে একটা বা দু’টো শোয়ের বেশি ছবিটি রাজি হচ্ছেন না হলমালিকরা।

ট্রেড অ্যানালিস্টদের মতে রাগিনী MMS-এর পর আর কোনও হিট দিতে পারেননি সানি। তাঁর এক পহেলি লীলা, কুছ কুছ লোচা হ্যায়, মস্তিজ়াদে ও ওয়ান নাইট স্ট্যান্ড ফ্লপ করেছে। তাই আর রিস্ক নিতে চাইছেন না নির্মাতারা।

১৪ অক্টোবর সানির দু’টি ছবি থিয়েটারে আসছে। একটি বেইমান লাভ। এখানে তাঁর বিপরীতে দেখা যাবে রজনীশ দুগ্গলকে। অন্যটি ফুদ্দু। এখানে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শরমান যোশি।

 


মন্তব্য