kalerkantho


বিয়ের কথা ঘোষণা করলেন লিজা

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০০বিয়ের কথা ঘোষণা করলেন লিজা

বিয়ের খবর ইনস্টাগ্রামে ঘোষণা করলেন লিজা হেডেন। ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গে একটু চুমুর ছবি দিয়ে লিজা লিখেছেন, “একেই বিয়ে করছি।” লিজার এই বয়ফ্রেন্ডের নাম দিনো লাভলানি। পাকিস্তানি এন্টারপ্রেনার গুল্লু লাভলানির ছেলে। সম্প্রতি গ্রিসে ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা। প্রায় এক বছর ধরে এই মার্কিনি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন লিজা।

গত বছর অক্টোবরে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন লিজ়া। IIFA-র সময় দিনোর কথা সাংবাদিকদের জানান তিনি।

লিজাকে শেষ যে বলিউড ছবিতে অভিনয় করেছেন সেটি হাউজফুল থ্রি। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নার্গিস ফখরি, জ্যাকলিন ফার্নান্দেজ, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন।


মন্তব্য