kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


স্টার প্লাসে হিন্দিতে হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৪স্টার প্লাসে হিন্দিতে হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'

হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'আজ রবিবার' এবার হিন্দিতে দেখা যাবে। ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে রবিবার করে প্রদর্শন করবে।

ইতিমধ্যে ডাবিং এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ নির্মিত 'আজ রবিবার' নাটকটি প্রচার করা হবে। ইতিমধ্যে চ্যানেলটি বিজ্ঞাপন শুরু করে দিয়েছে। নাটকের বিজ্ঞাপনে মেহের আফরোজ শাওন ও হুমায়ূনের বড় মেয়ে শীলা আহমেদ অভিনীত দৃশ্য ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, নাটকটি শুধু ভারতে না, পুরো বিশ্বের দেড় শ দেশে প্রচার হবে।


মন্তব্য