kalerkantho


আনন্দে অভিনয় করে কত টাকা নিয়েছিলেন রাজেশ খান্না

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৮আনন্দে অভিনয় করে কত টাকা নিয়েছিলেন রাজেশ খান্না

আনন্দ সেই কবেকার সিনেমা। অথচ, আজও যদি টেলিভিশনে সিনেমাটা দেয়, আপনি হয়তো দেখতে বসে পড়েন। আবার আনন্দের গানও হয়তো আপনি শোনেন। রাজেশ খান্নার ওই বাবুমশাই ডাকটা শুনলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায় না? রাজেশ খান্নার মেগাস্টার হয়ে ওঠার পেছনে একটা বড় ভূমিকা তো আনন্দেরও ছিল।

কিন্তু ১৯৭১ সালে মুক্তি পাওয়া আনন্দে অভিনয় করার জন্য রাজেশ খান্না কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন কি? সেটাই তো বলে দিলেন গুলজার। কারণ, পরিচালক ঋষিকেশ মুখার্জির এই সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ তো গুলজারেরই লেখা। সেই ৮২ বছর বয়সী গুলজার বলেছেন, ‘রাজেশ খান্নার আনন্দের গল্প শুনে এতটাই ভালো লেগেছিল যে, সে একেবারে নামমাত্র পারিশ্রমিকে এই সিনেমায় অভিনয় করেছিল। না হলে রাজেশ খান্না সেইসময় এত বড় স্টার যে, ওই টাকায় সে অন্তত অভিনয় করত না। কিন্তু গল্পের টানেই রাজেশের এমন সিদ্ধান্ত।’

সূত্র: জিনিউজ


মন্তব্য