kalerkantho


দীপিকার প্রথম চুম্বন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৭দীপিকার প্রথম চুম্বন

একটি টক শোয়ে নিজের প্রথম চুমু নিয়ে মুখ খুলেছেন দীপিকা। সেই সঙ্গে জানিয়েছেন তাঁর সবচেয়ে বড় ক্রাশ কে।

আইডিয়াল ম্যান
টক শোয়ের নাম ভোগ BFF। সেখানে দীপিকা জানিয়েছেন, তাঁর জীবনে আইডিয়াল ম্যান সেই হবে, যার মধ্যে তিনটি গুণ থাকবে। ভালো সেন্স অফ হিউমার, ভালো উচ্চতা আর অবশ্যই তাকে একজন ভালো মানুষ হতে হবে।

ক্রাশ
রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গেলেও দীপিকার জীবনে ক্রাশ কিন্তু তিনি নন। এখনও পর্যন্ত একজনকেই দীপিকা নিজের সবচেয়ে ক্রাশ বলে বর্ণনা করলেন। তিনি ব্র্যাডলি কুপার।

চুমু
দীপিকা সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ভালোভাবেই সামলান। এবারও তার ব্যতিক্রম হলো না। জীবনের প্রথম চুমু তিনি কাকে খেয়েছিলেন জিজ্ঞাসা করায় দীপিকার উত্তর ছিল, "কাকে আবার? আমার মা বাবাকে।"


মন্তব্য