kalerkantho


২১ অক্টোবর 'এক পৃথিবী প্রেম'

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪২২১ অক্টোবর 'এক পৃথিবী প্রেম'

এস এ হক অলিক পরিচালিত 'এক পৃথিবী প্রেম' ছবিটি গত ১২ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সময় দেশের বন্যা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে যায় ছবিটির। ছবিটি আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এমনটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অলিক।

বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। মূলত এই দুটি বিষয়কে উপজীব্য করেই নির্মাতা অলীকের এবারের মিশন।

অলিক বলেন, বন্যার কারণে ছবি মুক্তির ডেট পেছাতে হয়েছিল। এখন নতুন মুক্তির তারিখ ঠিক করেছি ২১ অক্টোবর। বর্তমানে আমরা ছবিটি মুক্তির জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছি। এক পৃথিবী প্রেম ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত আসিফ নূর এবং চিত্রনায়িকা আইরিন। এ ছাড়া আরো অভিনয় করেছেন হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হায়াত প্রমুখ।

এই ছবির গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শী। এ ছাড়াও ছবিতে থাকবে হাবিব ওয়াহিদ ও হৃদয় খানের সুর ও কণ্ঠে দুটি গান।

 


মন্তব্য