kalerkantho


মেয়ের জন্মদিনে কুমীর সেজে সুইমিংপুলে অক্ষয়

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫০মেয়ের জন্মদিনে কুমীর সেজে সুইমিংপুলে অক্ষয়

রবিবার ৪ বছরে পা দিয়েছে নিতারা। ছোট্ট মেয়ের আবদারে কুমীর সাজতে বাধ্য হলেন বলিউডের মাচো নায়ক অক্ষয় কুমার। মেয়েকে পিঠে নিয়ে তাঁকে চক্কর দিতে হল গোটা সুইমিংপুল। খিলাড়ির স্ত্রী টুইঙ্কাল টুইটারে পোস্ট করেছেন সেই ছবি।

এতেই ছাড়েনি নিতারা। নিজের জন্মদিনে বাবাকে ক্লাউন সাজিয়ে ছেড়েছে সে। মেয়ের মুখে হাসি দেখতে অগত্যা রাজি অক্ষয়। আফটারঅল, মেয়ের জন্মদিন!

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য