kalerkantho


‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌–এর ট্রেলারে শাহরুখ!‌

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০২‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌–এর ট্রেলারে শাহরুখ!‌

‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌–এর ট্রেলারটা এতদিনে হয়ত অনেকেই দেখে নিয়েছেন। কিন্তু প্রায় ৯৯ শতাংশের নজর এড়িয়ে গেছে, শাহরুখ খানও রয়েছেন ট্রেলারে। খুব মন দিয়ে না দেখলে যদিও সেটা ধরা যাচ্ছে না, কারণ শাহরুখের মুখ দেখা যায়নি। পেছন থেকে চুলের ছাঁট দেখে চিনতে হচ্ছে শাহরুখকে। করণ জোহরের নতুন ছবিতে শাহরুখ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন, সেটা সবার জানা। কিন্তু ট্রেলারে তাঁকে চিনতে পারেনি কেউই। ট্রেলারের প্রায় ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় রণবীর যখন বলেন,‘‌আসান হ্যায় কেয়া!‌ এয়সা মহব্বত করা, জিসকে বদলেমে মহব্বত না মিলে?‌’‌, তখন পেছন থেকে শাহরুখের মাথাটা দেখা যায়। ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ এর প্রচার নিয়েও এসেছে চমৎকার তথ্য। শোনা যাচ্ছে, সালমান খানের বিগ বসে ছবির প্রচারে আসতে পারেন ঐশ্বরিয়া।

সূত্র: আজকাল


মন্তব্য