kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


বিয়ে করলেন অভিনয়শিল্পী শায়লা সাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫১বিয়ে করলেন অভিনয়শিল্পী শায়লা সাবি

বিয়ে করলেন চ্যানেল আই সেরা নাচিয়ে খ্যাত অভিনয়শিল্পী শায়লা সাবি। শুক্রবার রাতে ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে শায়লা সাবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাবির বরের নাম সাব্বির আহমেদ। পেশায় ব্যবসায়ী।
বিয়ের পর নামের পাশে স্বামীর নামের অংশ যোগ করে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, অবশেষে আমি এখন “মিসেস আহমেদ”। বিয়ের একটি ছবিও শেয়ার করেছেন শায়লা।  
সাবি বলেন, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি সেই ভাগ্যবানদের একজন। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।  
উল্লেখ্য, ২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শায়লা সাবি। সেখান থেকেই অভিনয়জীবন শুরু হয় তার। একের পর এক টিভি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে চলেছেন এই মডেল অভিনেত্রী।


মন্তব্য