kalerkantho


পরকীয়ার কারণে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২১পরকীয়ার কারণে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ!

হলিউডের সবচেয়ে আলোচিত জুটি তারা। ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি।
আট বছরের লিভ-ইন আর দু'বছরের বিয়ের সম্পর্কের পর অবশেষে ভেঙে যাচ্ছে সেই দাম্পত্য।
ব্র্যাড পিটের কাছে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন জোলি। ১৯ সেপ্টেম্বর, এ কথা জানিয়েছেন তার আইনজীবী। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
জোলির আইনজীবী রবার্ট অফার জানান, পারিবারিক শান্তি বজায় রাখতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তার মক্কেল।
কিন্তু পরিবারে অশান্তির কারণ কি? নানা জল্পনা পেরিয়ে সামনে এসেছে একটা নাম। মারিয়ঁ কোতিয়ার। অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী।
শোনা যাচ্ছে, 'অ্যালিড' ছবির শুটিং চলাকালীন ব্র্যাড-মারিয়ঁর ঘনিষ্ঠতা বাড়ে। যখন গোটা হলিউড ব্র্যাড পিট-জোলির বিচ্ছেদের কারণ খুঁজতে মরিয়া, ঠিক তখনই জানা যায় কোতিয়ার অন্তঃসত্ত্বা।
এ খবরে অনেকেই দু’য়ে দু’য়ে চার করতে শুরু করেন। কিন্তু এই জল্পনা বড় আকার নেয়ার আগেই তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
ফরাসি অভিনেত্রী জানান, তার সন্তানের বাবা গিয়ম ক্যানে। মারিয়ঁ নিজের ইনস্টাগ্রাম পোস্টে সাফ জানিয়ে দেন, 'আমার জীবনের বিশেষ মানুষটির (গিয়ম ক্যানে) সঙ্গে বহু বছর আগেই দেখা হয়ে গিয়েছে। সে-ই আমার প্রথম সন্তানের বাবা। তারই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছি। ও শুধু আমার প্রেমিক নয়, প্রিয় বন্ধুও। একমাত্র পুরুষ, যাকে ছাড়া আমার চলবে না।'
ফরাসি অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসার পর ব্র্যাড পিটের পরকীয়ার জল্পনা চাপা পড়লেও বিবাহ বিচ্ছেদের কারণ এখনও স্পষ্ট নয়।
কিন্তু এই হাই প্রোফাইল বিচ্ছেদের খবরে ঝড় উঠেছে গোটা দুনিয়ায়। আর সেই ঝড়ের প্রভাব এতটাই যে, ইতিমধ্যেই মাদাম তুসোর মিউজিয়ামেও ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনার মোমের মূর্তি দুটিকে আলাদা করে দেয়া হয়েছে।


মন্তব্য