kalerkantho


সারাবিশ্বে প্রথম প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৪সারাবিশ্বে প্রথম প্রিয়াঙ্কা

এতদিন বলিউডের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের তালিকার শীর্ষে ছিলেন দীপিকা পাডুকোন। এবার শুধু বলিউডে নয় সারাবিশ্বেই তাঁকে পিছনে ফেলে কে হলেন নম্বর ওয়ান? দেখে নিন। বলিউডে হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের দৌড়ে এতদিন প্রথমে ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার তাঁকে টেক্কা দিলেন ‘পিগি চপস্’ অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াই ভারতের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের তালিকায় প্রথম। মার্কিন টেলিভিশের ক্রাইম ড্রামা ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করার পরেই তিনি এই তালিকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তিনি এক নম্বর স্থানে চলে এসেছেন।

শুধু তাই নয়, সারা বিশ্বের হাইয়েস্ট পেইড টেলি-অভিনেত্রীদের তালিকায় প্রথম হয়েছেন তিনি। বর্তমানে তাঁর আয় ১১ মিলিয়ন মার্কিন ডলার। দীপিকার আয় সেখানে ১০ মিলিয়ন মার্কিন ডলার। বলতে গেলে দীপিকার সঙ্গে গলায় গলায় টক্কর চলছে প্রিয়াঙ্কার।

 


মন্তব্য