kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


বিগবসের ঘরেই কাহিনি শুরু

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৯বিগবসের ঘরেই কাহিনি শুরু

পর্দা থেকে এবার বাস্তবে। দুজনেই বিগ বস-এর প্রতিযোগী ছিলেন।

আর এবার তাঁরা সত্যি সত্যিই নাকি ডেটিং করছেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে এমনই খবর। খবরটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।

প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরী। বিগ বস-৯ এর সেটে এই দুজনের প্রেম নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। যুবিকা আউট হয়ে যাওয়ার পর তাঁর জায়গা নেন নোরা। সেইসময় আবার নোরা-প্রিন্স ঘনিষ্ঠতা নিয়ে ট্যাবলয়েডগুলোতে বেশ মুচমুচে খবর পাওয়া যেত। তবে শো শেষ হওয়ার সময় সবাই বলেছিলেন তাঁরা 'জাস্ট ফ্রেন্ড'। এবার শোনা যাচ্ছে, সেই স্ট্যাটাসটাই বদলেছে। রিয়েল লাইফেও সত্যি সত্যিই প্রেম করছেন প্রিন্স ও যুবিকা। বিভিন্ন রেস্তরাঁয় তাঁদের একান্তে দেখা গেছে। যদিও সত্যি কি মিথ্যা, সে নিয়ে দুজনের কেউই মিডিয়ার কাছে মুখ খোলেননি।

 


মন্তব্য