kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


কাল ফের তাহসান-তিশার মনসুবা জংশন

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১০কাল ফের তাহসান-তিশার মনসুবা জংশন

তাহসান-তিশা জুটির জনপ্রিয় একটি টেলিছবি ‘মনসুবা জংশন’।   এটি আবারো প্রচারে আসছে আগামীকাল শুক্রবার এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে।

মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীনের গল্প অবলম্বনে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আরো অভিনয় করেছেন সাব্বির, মম আলী প্রমুখ।

এর গল্পে দেখা যায়, কোনো এক রেল জংশনে নিলার সাথে প্রথম দেখা হয় পিয়ালের। প্রথম দেখাতেই ভালো লাগা, দৃষ্টি বিনিময়, মুচকি হাসির আহ্বান- সব মিলিয়ে ক্লাসিক একটি প্রেম কাহিনী তৈরি হবার আগেই হুট করে অন্য ট্রেনে উঠে চলে যায় নিলা। তারপর থেকে পিয়াল খুঁজতে থাকে নিলাকে। স্কেচ করে ফেসবুকে আপলোড করেও জানতে চায় নিলার খোঁজ। এরই মাঝে হঠাৎ আরেকদিন দেখা হয় একটা শপিংমলে। বিশেষ কোনো মোমবাতি খুঁজছিল নিলা। সেই মলে না থাকায় পিয়াল যেচে পরে পাশের দোকানে ছুটে গিয়ে মোমবাতি নিয়ে এসে দেখে চলে গেছে নিলা। তারপর আর নিলার দেখা পায়নি পিয়াল। কিন্তু হঠাৎই আবার পাঁচ বছর পর দেখা হয়, প্রেমিক অরিনের বান্ধবী হিসেবে!


মন্তব্য