kalerkantho


শাহেদকে ভারতে নিয়ে বড় পর্দার নায়ক বানালেন রিংগো

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৫শাহেদকে ভারতে নিয়ে বড় পর্দার নায়ক বানালেন রিংগো

ওপার বাংলার ছবিতে অভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের ছোট পর্দার নায়ক শাহেদ শরীফ খানের।   ‘সেনাপতি’ নামের এই ছবিতে শাহেদের বিপরীতে অভিনয় করছেন রিয়া সেন।

  ছবিটি পরিচালনা করছেন রিংগো ব্যানার্জি।    প্রায় ১৬ বছর আগে শাহেদ রিংগোর পরিচালনায় একটি নাটকে অভিনয় করে।   রিংগো তখন ঢাকায়। শমী কায়সারকে বিয়ে করে এদেশের মিডিয়ায় একটা ভালো পরিচয় পেয়ে যান।   পরতে বিচ্ছেদ হয়ে যায় শমীর সঙ্গে।

চলতি বছরের ২২ মার্চ অভিনেত্রী রূপসা গুহকে রেজিস্ট্রি করে বিয়ে করেন।   আনুষ্ঠানিক বিয়ের কথা রয়েছে আগামী ডিসেম্বরে। ঘুড়ি, ন হন্যতে, নীল রাজার দেশের মতো অনেক ছবি পরিচালনা করেছেন রিঙ্গো। তাঁর সাম্প্রতিকতম পরিচালনা মেসি ।

   ‘সেনাপতি’ ছবিতে শাহেদের সঙ্গে রয়েছেন কলকাতার নায়ক পরমব্রত। ছবির কাজে অংশ নিতে গতকাল বুধবার কলকাতা গেছেন শাহেদ।   চলতি সপ্তাহ থেকেই ভারতের বিভিন্ন লোকেশনে সেনাপতি'র শুটিং শুরু হচ্ছে।


মন্তব্য