kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


ক্যাটের সঙ্গে ফাওয়াদের রোমান্সে 'রাগ' করেননি সালমান

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৯ক্যাটের সঙ্গে ফাওয়াদের রোমান্সে 'রাগ' করেননি সালমান

করণ জোহরের প্রযোজনায় ‘রাত বাকি’ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি নায়ক ফওয়াদ।  কিন্তু ক্যাটের সঙ্গে ফাওয়াদের রোম্যান্স একটুও রাগ করেননি ভাইজান।

বরং জানা গেছে, সালমান খান নাকি পরের ছবিটা করছেন ফওয়াদের সঙ্গেই! সালমানের সংস্থার প্রযোজনায় ‘ফিল্মিস্তান’ ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নীতীন কক্কর একটা ছবি বানাচ্ছেন। সেই ছবিতে অভিনয় করবেন সালমান, ফওয়াদ দুজনেই!

তবে, ছবির নাম কী, কবে থেকে শুরু হবে শুটিং- এসব কিছুই এখনও জানা যায়নি। পরিচালক শুধু জানিয়েছেন, তিনি এবার আর কোনও সামাজিক বিষয় নয়, বরং রুপোলি পর্দায় একটা শহুরে প্রেমের গল্প বলবেন!

খুবসুরত’এ অভিনয়ের সৌজন্যে ভারতীয় দর্শকদের মন কেড়েছিলেন এই পাকিস্তানি তারকা। তার পর দেখতে দেখতে বলিউডে নিজের জায়গা জোরদার করে নিলেন ফওয়াদ।


মন্তব্য