kalerkantho


প্রথম ছবিতেই কী করলেন অনিল কাপুরের ছেলে

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৫প্রথম ছবিতেই কী করলেন অনিল কাপুরের ছেলে

যে রসায়ন নিয়ে বলিউডে আপাতত আলোচনার তুঙ্গে সেটা 'মিরজিয়া '-তে হর্ষবর্ধন কাপুর আর সায়ামি খের -এর চুম্বন এবং 'লাভ -মেকিং ' দৃশ্য৷ ট্রেলরে এই দৃশ্যের কিছুটা দেখা গেছে৷  রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'মিরজিয়া ' দু'জনেরই প্রথম ছবি৷

কিছুদিন আগে সাড়ম্বরে ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল৷ যেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের (বনি -অনিল -সঞ্জয় ) বড় বড় সদস্যরা৷ নিজের অভিষেক ছবির জন্য যে কোনও অভিনেতাই তাঁর সেরাটা দিয়ে থাকেন৷ একটু বোধহয় সতর্কও থাকেন৷ কিন্তু হর্ষবর্ধন এবং সায়ামি --- দু'জনের বেলাতেই দেখা যাচ্ছে এই চুমু এবং প্রেমের দৃশ্যে তাঁরা অত্যন্ত সাবলীল৷ কোনওরকম আড়ষ্টতার ছিটেফোঁটাও তাঁদের মধ্যে নেই৷ 'মিরজিয়া ' পাঞ্জাবের এক লোকগাথা , যেটাকে ওমপ্রকাশ নিজস্ব ঢঙে পেশ করেছেন৷

প্রসঙ্গত হর্ষবর্ধন অনিল কাপুরের ছেলে , সোনম কাপুরের ভাই৷ 'মিরজিয়া ' দিয়েই তাঁর অভিষেক৷ মানে , আরেক স্টার -কিড -এর লঞ্চ৷ স্বাভাবিকভাবেই সব চোখ যে তাঁরই দিকে থাকবে বলাই বাহুল্য৷ কে বলতে পারে , এর থেকেই হয়তো উঠে আসতে পারে আরেক স্টার৷

 


মন্তব্য