প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখন্দ লড়াই করছেন ফুসফুস ক্যান্সারের বিরুদ্ধে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার-এ চলছে প্রাণঘাতী রোগের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানের যুদ্ধ। এই যুদ্ধে কিছুটা হলেও জয়ী হয়েছেন চিকিৎসকরা। তাই গুণী এই শিল্পীর অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন ডাক্তাররা।
বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। ফুসফুসের ক্যান্সার একটি নিরাময়-অযোগ্য রোগ। শিল্পী লাকী আখন্দের ফুসফুস থেকে ক্যান্সার শিরদাঁড়া ও হাড়ে ছড়িয়ে পড়েছে। তবে তাকে যন্ত্রণা ও কষ্টমুক্ত রাখতে প্যালিয়েটিভ কেয়ার এর পক্ষ থেকে সর্বোত্তম চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে লাকী আখন্দ চেয়ারে বসতে পারছেন। মাঝে মাঝে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন বলে জানা গেছে। শিল্পীর চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি, সংগঠন দেশে-বিদেশে তহবিল সংগ্রহ করেছে। সবার কামনা আবারও গানের জগতে ফিরে আসুন লাকী আখন্দ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের