kalerkantho


বিয়ে করলেন জিয়া-কোনাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৩বিয়ে করলেন জিয়া-কোনাল

সাংবাদিক মনজুর কাদের জিয়াকে বিয়ে করলেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। গতকাল বুধবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কোনালের মোহাম্মদপুরের বাসায় শুভ কাজটি সম্পন্ন হয়। মনজুর কাদের জিয়া পেশায় সাংবাদিক। দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সহসম্পাদক পদে কর্মরত আছেন।

জানা গেছে, তিন বছর থেকে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিল। বিভিন্ন সময়ে সম্পর্কের বিষয়ে কথা উঠলেও সেসব বিষয়গুলোকে এড়িয়ে গেছেন দুজনই। 

জিয়া জানান, কোনোরকম প্রস্তুতি ছাড়াই আকদ সম্পন্ন হয় তাদের। আসলে বাগদান হওয়ার কথা থাকলেও অভিভাবকদের মতকে গুরুত্ব দিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে আগামী জানুয়ারিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে।  

কোনাল বলেন, বাবা খুব শিগগির তার কর্মস্থল কুয়েতে যাবেন। তাই বাবা চান বিয়েটা যেন দ্রুত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় ছেলেপক্ষ হবু কনেকে দেখতে আসেন বাসায়। তখনই বিয়েটা হয়ে গেল। তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেলাম। এটাই বড় পাওয়া। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।


মন্তব্য