kalerkantho


নিরব অভিনীত বলিউড মুভির শুটিং শুরু

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৭নিরব অভিনীত বলিউড মুভির শুটিং শুরু

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিরব বলিউড পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজ বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের কেরালায় ‘বালা’ ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব। অবশ্য দুই দিন আগেই অন্য কিছু দৃশ্যের শুটিং হয়েছে বলে জানা গেছে।

ফয়সাল সাইফ পরিচালিত ‘বালা’ মুভিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী কাভিতা রাধেশ্যাম এবং পাকিস্তানি অভিনেত্রী মিরা খান। সেখানে গিয়ে নিরব বেশ খোশমেজাজেই আছেন বলে জানা গেছে। দেশে থাকতেই হিন্দী ভাষার উপর তালিম নেওয়া শুরু করেছিলেন। সেটা প্র্যাকটিস করা এখন সহজ হয়েছে। তার জন্য অবশ্য প্রম্পটার রাখা হয়েছে। ছবির শুটিংয়ের জন্য প্রায় মাসখানেক ভারতে থাকবেন নিরব।


মন্তব্য