kalerkantho


ছেলেদের থেকে কী শিখছেন শাহরুখ?‌

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫২ছেলেদের থেকে কী শিখছেন শাহরুখ?‌

শেখার কোনও বয়স হয় না। মানেন শাহরুখ খান। তাই ৫০ বছর বয়সে এসে ছেলেদের থেকে শিখছেন। 
কী? জীবন দর্শন নয়। অনলাইন গেম।‌ ১৯ বছরের আরিয়ানের থেকে শিখছেন পিক আপ লাইনস। ৩ বছরের আব্রাম শেখাচ্ছে টেম্পল রান। আমস্টারডাম থেকে ফিরে শিখতে শুরু করেছেন। এর মধ্যেই নাকি এই দুই গেমে দারুণ পটু হয়ে গেছেন কিং খান। ইমতিয়াজ আলির ছবির শুটিংয়ে গত মাসটা প্রাগ, আমস্টারডামে কাটিয়েছেন শাহরুখ। সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা। শুটিং টিম–এর সঙ্গে যোগ দিয়েছিলেন বিরাট কোহলিও।


মন্তব্য