kalerkantho


যে নামে ডাকলে ক্ষেপে যান কঙ্গনা

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৮যে নামে ডাকলে ক্ষেপে যান কঙ্গনা

প্রায় সব মানুষেরই এক বা একাধিক ‘বিশেষ’ নাম আছে যেটা সাধারণত কাউকে ক্ষেপানোর কাজে ব্যবহার করা হয়। কঙ্গনা রানাওয়াত বলিউড স্টার হতে পারেন; কিন্তু রক্ত মাংসের মানুষ তো। তাই তাকে চটানোর জন্যও নামের আয়োজন সাজিয়েছেন তার কাছের মানুষজন। সেই বিশেষ নামটি হলো ‘কিং আঙ্কেল’!

জানা গেছে, অতিরিক্ত নিয়মানুবর্তিতা দেখানোর জন্যই এই নাম দেওয়া হয় তাকে। ‘কিং আঙ্কেল’ বলিউডেরই একটি সিনেমার নাম। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া জ্যাকি শ্রফ ও শাহরুখ খান অভিনীত ওই ছবির নাম কঙ্গনাকে দেওয়ার কারণ হল, কঙ্গনা নাকি শুটিং স্পটে পৌঁছেই খুবই খিটখিট করতেন! এটা ঠিকঠাক হচ্ছে না, সেটা কেন সময়মতো হয়নি এরকম নানা ব্যাপার নিয়ে তার খিটখিটানির মুখে পড়তেন সবাই।

জ্যাকি শ্রুফ অভিনীত ‘কিং আঙ্কেল’-এর মতো এরকম রাগ আর নিয়মানুবর্তিতা দেখানোর জন্য এই নামটিই দেওয়া হয় নায়িকাকে! কঙ্গনা মোটেই এই নামকে সহজ ভাবে নিতে পারেননি! সেই জন্যই কিং আঙ্কল শব্দটা শুনলেই রেগে নাকি লাল হয়ে যান এই নায়িকা।


মন্তব্য