kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


ঢাকায় আসছেন শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৯ঢাকায় আসছেন শুভশ্রী

আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রী-ওম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’। ছবিটির প্রচার করতে বাংলাদেশে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

আগামী ২৫ সেপ্টেম্বর তার ঢাকায় আসার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

‘প্রেম কি বুঝিনি’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ। শুভশ্রী ও ওম ছাড়াও এতে অভিনয় করেছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশীষ, হাসান ইমাম ও রেবেকা। ছবিটির গল্প লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

এ নিয়ে দ্বিতীয়বারের মত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেন শুভশ্রী। এর আগে অঙ্কুশের সঙ্গে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নামের একটি ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। জানা গেছে, ঢাকায় মাত্র একদিন অবস্থান করার পর আবার কলকাতার উদ্দেশে উড়াল দেবেন শুভশ্রী। ওখানে বেশ কিছু ছবির শুটিং বাকী।


মন্তব্য