kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


তিন কোটি টাকার ছবি

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৮তিন কোটি টাকার ছবি

যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবি ‌'দোস্ত দুশমন'। বি. কে আজাদ পরিচালিত এই ছবির নায়ক-নায়িকাকে গতকাল আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ফিল্ম ক্লাবে চুক্তিবদ্ধ করা হয়।

জয় চৌধুরী ও রোমানা ইসলাম নীড় ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন। তাঁদের পাশাপাশি অমিত হাসানও কালকে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন পরিচালক। ছবির আরেক জুটি হিসেবে থাকবে বিজয় খান ও কলকাতার প্রথম সারির একজন নায়িকা। ডিসেম্বর থেকে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে। জয় বলেন, 'ছবিটি বড় বাজেটের। পরিচালকের পরিকল্পনাটা ভালো লেগেছে। তিন কোটি টাকা বাজেটের এই ছবিটি সকলের ভালো লাগার মতো হবে বলে আশা করছি। ' নীড় বলেন, 'গল্পের প্রেক্ষাপটটা ৮০'র দশকের হলেও আধুনিক ভাবে তা উপস্থাপন করা হবে। আমার চরিত্রটি একটু রাফ অ্যান্ড টাফ। এর আগে এমন চরিত্রে কখনো অভিনয় করিনি। দর্শকরা নতুন ভাবে আমাকে পাবেন। '


মন্তব্য