kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


ভারতে তৈরি প্রথম থ্রিডি অ্যানিমেশন ফিল্ম (দেখুন ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৫০ভারতে তৈরি প্রথম থ্রিডি অ্যানিমেশন ফিল্ম (দেখুন ভিডিও)

ক্রেতা টানতে বহু নামী-দামী সংস্থাই দুরন্ত সব বিজ্ঞাপন তৈরি করে। কেউ ধরে তোলে যৌবনকে, কেউ বা শৈশবকে।

সেই ফিরে না পাওয়া দিনগুলোর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরে থ্রি-ডি অ্যানিমেশন তৈরি করে তাক লাগিয়ে দিল ভারতের একটি প্রতিষ্ঠিত ব্যান্ড, পেপার বোট। নাম দিয়েছে. হোপ, দ্য বোট।

সব স্বপ্নের পেছনে একটা জার্নি থাকে। সেই লক্ষ্যকে কেন্দ্র করে বিজ্ঞাপন জগতে বিপ্লব ঘটাল এই ব্যান্ড। ছোটবেলায় যেসব মুহূর্তগুলো ছিল শুধু নিজেরই, বড় কেউ পাত্তাই দেয়নি, কিন্তু নিজের মনের কোটায় সেই ইচ্ছাই কখন ডানা মেলে ধরে। পুরোনো দিনের সেই ঘটনাগুলিকে এক করে এই সংস্থা বানিয়েছে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম। যা দেখলে ফিরে যাবেন সেই দিনগুলিতে। মনে পড়ে যাবে আপনার কাল্পনিকে জগতে। ভালো হয়ে যাবে মনটাও। ফিল্মটি তৈরি করেছেন ধ্রুব সচদেব ও ক্লিফোর্ড ফোনসো। সাউন্ড কম্পোজড করেছেন আরাধনা ম্যাথিউজ। দেখুন সেই সুন্দর ভিডিওটি...

সূত্র: এই সময়


মন্তব্য