kalerkantho


'সবচেয়ে উপযুক্ত পোশাক হলো কনফিডেন্স'

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৯'সবচেয়ে উপযুক্ত পোশাক হলো কনফিডেন্স'

নিউইয়র্ক পোস্টের জন্য ফটোশুট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফোটোশুটের ভিডিও তিনি ফেসবুক পেজেও শেয়ার করেছেন। সেই ভিডিও এখনও পর্যন্ত ১০ লাখ ভিউয়ার্স ছাড়িয়ে গেছে। ভিউয়ার্স ক্রমশ বাড়ছে।

ভিডিওতে প্রিয়াঙ্কাকে একটি মিন্ট রঙের পোশাকে দেখা গেছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ওই পোশাকটি পরতে তাঁর বেশ ভালো লেগেছে। তিনি যখন মিস ইন্ডিয়ার প্রতিযোগী ছিলেন, তখন ওই রংয়েরই একটি শাড়ি পরেছিলেন।

এছাড়া নিজের ফ্যাশন নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। জানিয়েছেন, তাঁর কাছে ফ্যাশন মানে এমনকিছু যা নিয়মে বাঁধা যায় না। তবে পোশাক যেন হয় কমফর্টেবল। মানুষকে সুন্দর লাগে ভিতর থেকে। সে কী পরে আছে তার উপরে সৌন্দর্য নির্ভর করে না। যদি কেউ ভিতর থেকে সুন্দর থাকে, তাহলে যে কোনও আউটফিটেই তাকে ভালো লাগে। প্রিয়াঙ্কার কাছে সবচেয়ে উপযুক্ত পোশাক হলো কনফিডেন্স।

কিছুদিন আগে “রয়্যাল” ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। জন্ম থেকে পাওয়া কোনও রয়্যাল তকমার ভিত্তিতে ম্যাগাজিনে জায়গা দেওয়া হয়নি কাউকেই। তার পরিবর্তে ক্যারিয়ারের উন্নতির উপর দৃষ্টি রেখেই তারকাদের স্থান দেওয়া হয়েছে এই ম্যাগাজ়িনে। প্রিয়াঙ্কার সঙ্গে এই তালিকায় রয়েছেন, সিন্ডে ক্রফোর্ড, ক্রিস ইভানস, কিট হ্যারিংটন, রামি মালিক, সোফিয়া কোপ্পোলা, জোডি ফস্টার ও কেন ওয়েস্ট।


মন্তব্য