kalerkantho


এবার গান গাইলেন শ্রদ্ধা কাপুর!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২১এবার গান গাইলেন শ্রদ্ধা কাপুর!

শ্রদ্ধা কাপুর, রক অন টিম, মুম্বাইয়ের লাইভ কনসার্টের মঞ্চে আগুন জ্বলছিল রবিবার। এক্কেবারে নতুন পথে রক অন ২ এর মিউজিক অ্যালবাম লঞ্চ করল প্রযোজক সংস্থা এন এস সি আই। কনসার্টে উপস্থিত ছিলেন অর্জুন রামপাল, ফারহান আখতার, শ্রদ্ধা কাপুর, এমনকি জাভেদ আখতারও। কিন্তু এতদিন মঞ্চে নৃত্যশিল্পী বা অভিনেতা হিসেবে নাম কামালেও এবার নিজের গায়কির প্রতিভা প্রায় হাজার দুয়েক লোকের সমানে তুলে ধরতে পেরে আনন্দে ফেটে পড়লেন শ্রদ্ধা। বললেন, ভীষন আনন্দ হচ্ছে আমার। এত লোক, আমার গান শুনল, নাচলো। এভাবে গাইতে পারবো ভাবিনি কোনোদিন।’‌ রক অন প্রথম পর্যায়েই নজর কেড়েছিল সমালোচকদের। হল ভরে দেখতে গেলেন সাধারণ মানুষ। ঝুলিতে এসেছিল পাঁচটি পুরস্কার। এবারও তেমনই হবে, আশা ফারহান শ্রদ্ধাদের।

সূত্র: আজকাল


মন্তব্য