kalerkantho


জানুন মেয়ের কী নাম রাখলেন শাহিদ-মীরা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩৭জানুন মেয়ের কী নাম রাখলেন শাহিদ-মীরা

কয়েকদিন আগেই বাবা হয়েছেন শাহিদ কাপুর। ছোট্ট ফুটফুটে একটা মেয়ের জন্ম দিয়েছেন শাহিদ পত্নী মীরা। মেয়ে হওয়ার পর থেকেই মেয়ের কী নাম রাখবেন শাহিদ-মীরা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শাহিদের ভক্তদের পক্ষ থেকে অনেক নামও তাঁকে বলা হয়েছিল। অবশেষে মেয়ের কী নাম রাখলেন তা নিজেই জানালেন শাহিদ কাপুর।

সোশ্যাল মিডিয়া ট্যুইটারে মেয়ের কী নাম রাখলেন তা জানালেন শাহিদ কাপুর। নামটি হলো 'মীশা'। মেয়ের এই নামই রেখেছেন বলিউড হার্টথ্রব শাহিদ। 'মীশা', অর্থাৎ মীরার মী এবং শাহিদের শা। দুজনের নামের প্রথম অক্ষর নিয়েই মেয়ের নাম রাখলেন তাঁরা। ট্যুইট করে কী বললেন শাহিদ তা দেখে নিন। সূত্র: জি নিউজ


মন্তব্য