kalerkantho


বলিউডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন নিরব

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫১বলিউডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন নিরব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-মডেল নিরব বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এটা ইতোমধ্যেই  সবার জানা হয়ে গেছে। হ্যাঁ, বলিউডের ছবিতে অভিনয় করতে আজ ঢাকা ছাড়ছেন তিনি। শুটিংয়ের জন্য মাসখানেক তাকে ভারতে থাকতে হবে।

ফয়সাল সাইফ পরিচালিত ছবি ‘বালা’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন নিরব। তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম। এছাড়াও থাকবেন পাকিস্তানি অভিনেত্রী মীরা খান। ছবিটির  শুটিং হবে তামিলনাড়ু, কেরালা সহ বেশ কয়েকটি স্পটে।

জানা গেছে, আজ বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন নিরব। সেখান থেকে সোজা ব্যাঙ্গালুরু। সেখানে যাওয়ার পর দু-তিন দিন বিশ্রাম এবং প্ল্যনিং। তারপর শুরু হবে টানা শুটিং। নিরবের এই বলিউড যাত্রা ইতোমধ্যেই সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। এখন হিন্দি ছবিতে প্রিয় নায়কের কারিশমা দেখার অপেক্ষায় সবাই।


মন্তব্য