kalerkantho


দ্য সাউন্ড অফ মিউজিক খ্যাত অভিনেত্রী চারমিয়ান কার আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৮দ্য সাউন্ড অফ মিউজিক খ্যাত অভিনেত্রী চারমিয়ান কার আর নেই

আমেরিকান অভিনেত্রী চারমিয়ান কার, যিনি দ্য সাউন্ড অফ মিউজিক নামের সিনেমায় ভন ট্র্যাপের কন্যা লাইয়েসল এর নাম ভুমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩।

দীর্ঘদিন বিরল স্মৃতিভ্রংশ রোগে ভোগার পর তিনি লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

১৯৬৫ সালের বিখ্যাত সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিকে সিক্সটিন গোয়িং সেভেনটিন গানে পারফর্ম করে তিনি বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন।

সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার পর ক্যালিফোর্নিয়ায় একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম চালাতেন তিনি।

গান গাওয়া বা অভিনয়ে কোনো প্রশিক্ষণ ছিলনা কারের। তা সত্ত্বেও তার মা তাকে ওই সিনেমার অডিশনে পাঠান।

রজার্স এবং হ্যামারস্টেইনের দ্য সাউন্ড অফ মিউজিক ছিল বক্সঅফিস মাতানো একটি হিট সিনেমা। সিনেমাটি সেসময়রে হিট সিনেমা গন উইথ দ্য উইন্ড এর আয়কেও ছাড়িয়ে গিয়েছিল। গন উইথ দ্য উইন্ড সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটি।

এরপর তিনি আর মাত্র একটি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সেটি হলো স্টিফেন সন্ডহেইমের টেলিভিশন মিউজিক্যাল ইভনিং প্রিমরোজের একটি চরিত্র।

দ্য সাউন্ড অফ মিউজিকের অসংখ্য ভক্ত তার মৃত্যুতে টুইটারে শোকের ঝড় তুলেছেন। অনেকে তার পারফর্মেন্সের অংশটুকুর ভিডিও ক্লিপ শেয়ার করেছেন।

বাস্তবের লাইয়েসল, আগাথে ভন ট্রপ, অস্ট্রিয়ান পরিবারের বড় মেয়ে, যার কাহিনী নিয়ে সিনেমাটি বানানো হয়েছে তিনি ২০১০ সালে ৯৭ বছর বয়সে মারা গেছেন।

সূত্র: বিবিসি


মন্তব্য