তুমি কি ভার্জিন? এই প্রশ্নটা মেয়েদের যদি করা যায়, তা হলে ছেলেরাই বা বাদ যায় কেন? সম্প্রতি ‘পিঙ্ক’-এর প্রচারে গিয়ে এ প্রশ্ন তুলেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। তাঁকে সমর্থন করেছেন প্রযোজক সুজিত সরকারও। তিনি জানিয়েছেন, ছেলেদের কখনও কিন্তু এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় না।
অনিরুদ্ধ রায় চৌধুরি পরিচালিত এ ছবির এক অন্য ভাষা রয়েছে। অন্তত এমনটাই মনে করেন সুজিতও। ছবিতে শহুরে জীবনকে তুলে ধরা হয়েছে। দিল্লি, মুম্বাইতে বড় হওয়া সুজিত এঁকেছেন তাঁর চেনা গল্প। তবে এ ছবি শহর হোক বা গ্রাম সব জায়গাতেই ছড়িয়ে দিতে চান সুজিত।
ছবিতে অমিতাভ ছাড়াও অভিনয় করছেন তাপসী পান্নু, কৃতি কুলকার্নি, আন্দ্রিয়া তারিয়াং প্রমুখ। আর এই ইয়ং ব্রিগেডের পারফরম্যান্স নাকি দেখার মতো। সূত্র: আনন্দবাজার
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের