kalerkantho


‘পিঙ্ক’ দেখে অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৩‘পিঙ্ক’ দেখে অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী

গত টি-২০ বিশ্বকাপে মহারাজ সৌরভের ডাকে ইডেনে এসেছিলেন বিগ-বি.। গেয়েছিলেন ভারতের জাতীয় সঙ্গীত। দুজনের সম্পর্কের রসায়নটা দুর্দান্ত৷ কলকাতায় শুটিং করতে আসলেও বচ্চনের সঙ্গে দেখা করেন সৌরভ৷

সুজিত সরকারের পরিচালনায় ও অনিরুদ্ধ রায়চৌধুরির নির্দেশনায় গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘পিঙ্ক’৷বিগ-বি এখানে এক আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন৷নাম দীপক সেহগাল৷ বিগ-বি ছাড়াও দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু রয়েছেন৷ ইতিমধ্যেই বাঙালি পরিচালক-নির্দেশক ও বাংলার জামাইয়ের ছবি দর্শকের মন জয় করে নিয়েছে৷

রিলিজের দিন সিএবি প্রেসিডেন্ট ও বচ্চনের ফ্যান সৌরভ গিয়েছিলেন এই ছবি দেখতে৷ বচ্চনের অভিনয় দেখে মুগ্ধ হয়ে টুইট করেছেন সৌরভ৷ সুজিতকেও অভিনন্দন জানাতে ভুলেননি।


মন্তব্য