kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


আরেফিন শুভ'র নায়িকা তানহা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০১আরেফিন শুভ'র নায়িকা তানহা

আরেফিন শুভ এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া প্রথমবারের মতো জুটি  বাঁধতে চলেছেন। ‘ভালো থেকো’ নামের নতুন একটি ছবিতে দেখা যাবে তাঁদের।

ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। খুব শিগগির  ‘ভালো থেকো’ ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে ।    

এ বিষয়ে তানহা বলেন, একজন গুণী নির্মাতার ছবিতে কাজ করছি এটা বড় প্রাপ্তি। পাশাপাশি শুভ'র সাথে কাজ হবে আমার নতুন ও বাড়তি অভিজ্ঞতা।

আগামী ২০ সেপ্টেম্বর এফডিসিতে জমকালো এক মহরতের আয়োজন করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র।   শুভ-তানহা ছাড়াও দেখা যাবে আরো এক নায়ককে।

 


মন্তব্য