kalerkantho


রবিঠাকুর ও তাঁর আর্জেন্টাইন প্রেমিকাকে নিয়ে সিনেমা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০১রবিঠাকুর ও তাঁর আর্জেন্টাইন প্রেমিকাকে নিয়ে সিনেমা

আর্জেন্টাইন লেখিকার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক এবার বড়পর্দায়। ছবিতে রবিঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কলকাতার ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তবে কোনো ঢাকাই বা টলিউড ছবিতে নয়। এই ছবিটি ইন্দো-আর্জেন্টাইন প্রোডাকশন। ছবির পরিচালক পাবলো সিজার।

ছবির নাম থিঙ্কিং অফ হিম। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে বিশ্বকবির সম্পর্ক নিয়ে তৈরি হবে ছবিটি। ভিক্টর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভিক্টোরিয়া ওকাম্পো ও রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের কথা প্রায় সবাই জানে। কিন্তু বিস্তারিত অনেকেরই অজানা। তাঁদের সেই রহস্যাবৃত সম্পর্ককেই তুলে ধরা হবে ছবিতে।

ভিক্টর জানিয়েছেন, হোর্হে লুইস বোর্গেস থেকে অ্যালবার্ট ক্যামাস ও অক্টাভিও পাজের মতো অনেক পদার্থবিদ, বিজ্ঞানী, দার্শনিকের সঙ্গে সম্পর্ক ছিল ভিক্টোরিয়ার। কিন্তু রবীন্দ্রনাথের মতো প্রেম ও শ্রদ্ধা তিনি কাউকে করেননি। গীতাঞ্জলীর ফরাসি অনুবাদ পড়ার পর থেকেই কবির প্রতি আকৃষ্ট হন ভিক্টোরিয়া। চিত্রকলার প্রতি রবীন্দ্রনাথের যে উৎসাহ ছিল, ভিক্টোরিয়ার সংস্পর্শে এসে তা বৃদ্ধি পায়। ছবিতে সে সব কথাই থাকবে।


মন্তব্য