kalerkantho


মেয়েটা কে? দেখুন সম্পূর্ণ ভিন্নরূপে আয়শা টাকিয়াকে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৮মেয়েটা কে? দেখুন সম্পূর্ণ ভিন্নরূপে আয়শা টাকিয়াকে

আয়শা টাকিয়া এখন আর আগের মতো নেই। সম্প্রতি বলিউডের অভিনেত্রী আয়শা টাকিয়াকে সম্পূর্ণ নতুন রূপে দেখা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি ইন্সটাগ্রামে আয়শা টাকিয়া তার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আর সেসব ছবিতেই তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন রূপে। অনেকেই আয়রার নতুন এ রূপ চিনতে পারছেন না।


গত কয়েক বছরে অভিনেত্রী আয়শা যে বেশ পরিবর্তিত হয়েছেন, তা দেখা গেছে তার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে। তার ওজন যেমন আগের মতো নেই তেমন চেহারাও পরিবর্তিত হয়েছে।

বর্তমানে প্রায় ৩০ বছর বয়সী দুই সন্তানের মা আয়শার আকর্ষণ যেন আগের তুলনায় অনেকাংশে বেড়েছে।

সম্প্রতি আয়শা তার নিজের তোলা সেলফি ভিডিও পোস্ট করেছেন। সেখানেও দারুণ ফ্রেশ রূপে ধরা পড়েছেন তিনি :


মন্তব্য