kalerkantho


প্রিয়াঙ্কার স্কুলজীবনের 'সিক্রেট'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৮প্রিয়াঙ্কার স্কুলজীবনের 'সিক্রেট'

তিনি প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড শেষে হলিউড জয় করেছেন। তাকে দেখেছেন হয় সিনেমাতে বা ম্যাগাজিনের কভার পেজের শোভা বাড়াতে। সেই সঙ্গে তার আবেদনময় ভঙ্গিমা সকলকে সম্মোহিত করে। তবে, এবার তার এই সিক্রেটটা জানলে আপনি কিছুটা আশ্চর্য হয়ে যাবেন।

নিজেই নিজের স্কুলজীবনের এই সিক্রেটটা জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই বলেছেন স্কুলজীবন থেকেই নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসতেন তিনি। আর সকলের থেকে কিছুটা আলাদা, কিছুটা অ্যাট্রাকটিভ পোশাক আর সাজগোজ করেই তিনি স্কুলে যেতেন।

তার থেকেও বড় কথা স্কুলের লকারে আর পাঁচজন সহপাঠিনীর থেকে কিছুটা আলাদা জিনিসই রাখতেন তিনি। অন্তুত, অন্যদের তুলনায় অনেকটাই অ্যাডভান্স ছিলেন যে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, বইয়ের বদলে সেখানে থাকত জামা ও মেকআপ কিট। আর তার সাহায্যেই নিজেকে সকলের কাছে অ্যাট্রাকটিভ করে তুলতেন।


মন্তব্য