kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


অপূর্ব-মম'র নীল দুপুর

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৫অপূর্ব-মম'র নীল দুপুর

ধনী বাবার বখাটে ছেলে অপূর্ব। ছেলেকে ঠিক পথে আনার জন্য নিজের ব্যবসার কাজে লাগিয়ে দেন বাবা। ব্যবসায়িক কাজে কক্সবাজারে গিয়ে মৌ নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। মৌ আর তার বোন মুন সেখানে বেড়াতে গিয়েছিল। একদিন রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার হাত থেকে মুনকে বাঁচায় অপূর্ব। এরপর থেকেই অপূর্বকে ভালো লেগে যায় মুনের। কিন্তু এদিকে অপূর্ব পছন্দ করে মৌকে। অপূর্বকে একদিন বোনের ভালোবাসার কথা জানাতে আসে মৌ। তখন অপূর্ব জানায়, সে আসলে তাকেই ভালোবাসে। বিষয়টি জানতে পেরে আত্মহত্যা করতে যায় মুন।

এমন একটি গল্প নিয়েই শফিকুর রহমান শান্তনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নাটক 'নীল দুপুর'। এতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মম এবং অপূর্ব। রোমান্টিক গল্পের নাটকটিতে দারুণ কিছু টুইস্ট আছে। যা দেখতে হলে চোখ রাখতে হবে মাছরাঙ্গা টেলিভিশনে আজ সন্ধ্যা ৭টায়।


মন্তব্য