kalerkantho


ইউটিউব মাতাচ্ছে শুভশ্রীর ‘বঙ্গললনা’ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩৫ইউটিউব মাতাচ্ছে শুভশ্রীর ‘বঙ্গললনা’ (ভিডিওসহ)

টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। বিপরীতে নায়ক ওম। যার এর আগে সব ছবিই প্রায় ফ্লপ।  শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’ মুক্তির অপেক্ষায় আছে। নায়ক হিসেবে শুভশ্রীর পাশে ওম-কে দর্শক কতটা গ্রহণ করবেন, সেটাই বড় প্রশ্নচিহ্ন। তবে সিনেমাটির একটি গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

এসকে মুভিজের ব্যানারে গত ১৩ সেপ্টেম্বর এই ছবির প্রথম গান ‘বঙ্গললনা’ রিলিজ করা হয়েছিল ইউটিউবে। তিনদিনে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভিউ হয়েছে এই গান।  এই ছবির সিংহভাগ দৃশ্যের শুটিং হয়েছে লন্ডনে। ছবির গল্পও প্রবাসী বাঙালিকেন্দ্রিক।  ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ ৮০ হাজারের উপর দেখা হয়েছে গানটি।

শুভশ্রী এই গানের মূল আকর্ষণ তো বটেই কিন্তু গানের ইউএসপি আসলে এর ফুট ট্যাপিং রিদম এবং সুরে প্রচলিত বাংলা লোকগানের ছায়া। গানের বাকি কথা মনে না থাকলেও, বঙ্গললনা কথাটি বার বার কানে বাজবে। ছবিটি শেষ পর্যন্ত কেমন দাঁড়াবে তা অবশ্য এখন থেকে বলা যাচ্ছে না।

দেখুন সেই গানটি :


মন্তব্য