kalerkantho


প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং গ্রহণ করলেন যে তারকারা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৬প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং গ্রহণ করলেন যে তারকারা

তারকারা অনেক সময়ই বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। পরে অন্য কেউ ওই চরিত্রগুলোতে অভিনয় করেন। এগুলো দারুণ হিটও হয়ে যায়। এখানে দেখে নিন, কোন কোন অভিনেতা এমনই কিছু জনপ্রিয় চরিত্রে অভিনয় করেননি।

১. ব্যাটম্যানের 'দ্য ডার্ক নাইট' পর্বে বিখ্যাত হার্ভি ডেন্টের চরিত্রে প্রস্তাব পান ম্যাট ড্যামোন। কিন্তু কিন্তু ফিরিয়ে দেন। পরে সেখানে অভিনয় অ্যারোন ইখহার্ট। আসলে শুটিংয়ের সঙ্গে সময় মিলিয়ে নেওয়া সম্ভব ছিল না তার কাছে।

২. 'বুগি নাইটস' ছবিতে ডির্ক ডিকলারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। পরে এতে অভিনয় করেন মার্ক ওয়াহলবার্গ। কিন্তু টাইটানিকে অভিনয়ের জন্য এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

৩. অস্কারজয়ী ছবি 'গ্রাভিটি'তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন অ্যাঞ্জেলিনা জোলি। পরে এতে অভিনয় করেন সান্দ্রা বুলোক।

৪. 'আয়রন ম্যান ২' ছবিতে ব্ল্যাক উইডোর চরিত্রে অভিনয়ের প্রস্তাব বাতিল করেন এমিলি ব্লান্ট। পরে এ চরিত্রে আসেন স্কারলেট জোহানসন।

৫.  'সেভেন' ছবিতে গোয়েন্দ ডেভিড মিলসের চরিত্রে অভিনয় করতে পারবেন ডেঞ্জের ওয়াশিংটন। কিন্তু সে চরিত্রে অভিনয় করেন ব্র্যাড পিট।

৬. 'দ্য গডফাদার' ছবিতে মাইকেল ক্যারোলিনের চরিত্রে অভিনয় করেন আলপাচিনো। কিন্তু সে চরিত্রে প্রস্তাব ছিল জ্যাক নিকোলসনের।

৭. আলপাচিনো অনেক চরিত্রে প্রস্তাব ফিরিয়ে দেন। 'স্টার ওয়ার্স: এপিসোড সেভেন- এ নিউ হোপ' পর্বে হান সোলোর চরিত্রে অভিনয়ের প্রস্তাব ছিল তার কাছে। কিন্তু পরে এ চরিত্রে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড।

৮. 'রাইডার্স অব দ্য লাস্ট আর্ক' ছবিতে ইন্ডিয়ানা জোনসের ভূমিকায় অনবদ্য ছিলেন হ্যারিসন ফোর্ড। কিন্তু এ চরিত্রে অভিনয় করেন টম সেলেক।

৯. 'জুরাসিক পার্ক' এর অ্যালান গ্রান্ট হতে পারবেন হ্যারিসন ফোর্ড। কিন্তু তা হলেন স্যাম নিল।

১০. 'ফেরিস বুয়েলার্স ডে অফ' ছবিতে তারকা চরিত্রে অভিনয় করতে পারতেন জনি ডেপ। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সুযোগ মেলে ম্যাথিউ ব্রডেরিকের।

১১. 'মনস্টার্স বল' ছবিতে লেটিসিয়া চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন অ্যাঞ্জেলা ব্যাসেট। পরে সুযোগ মেলে হ্যালি বেরির।

১২. 'টার্মস অব এন্ডেয়ারমেন্ট' ছবিতে গ্যারেট ব্রিডলাভের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পস্তান বার্ট রেনল্ডস। এতে অভিনয় করেন  জ্যাক নিকোলসন।

১৩. 'ব্রেকফাস্ট অ্যাট টিফানিস'-এ হোলি গোলিথলির চরিত্রে অভিনয় করেন অড্রে হেপবর্ন। কিন্তু এতে প্রস্তাব পেয়েছিলেন মেরিলিন মনরো।

১৪. 'দ্য লর্ড অব দ্য রিংস' ছবিতে আরাগনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান নিকোলাস কেজ। পরে এতে অভিনয় করেন ভিগো মর্টেনসেন।

১৫. 'দ্য লর্ড অব দ্য রিংস' ফ্রাঞ্জাইজিতে গানডাল্ফ হতে পারতেন ক্রিস্টোফার প্লুমার। কন্তিু হয়ে গেরেন ইয়ান ম্যাককেলেন।

১৬. 'হ্যারি পটার' ফ্রাঞ্জাইজিতে ডাম্বেলডোর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ইয়ান ম্যাককেলেন। কিন্তু পরে অভিনয় করেন মাইকেল গ্যাম্বোন।

১৭. 'প্রিটি ওম্যান' ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ ছাড়েন মলি রিংওয়াল্ড। পরে এতে অভিনয় করেন জুলিয়া রবার্টস।

১৮. 'দ্য ব্লাইন্ড সাইড' ছবিতে লেহ অ্যানি টুয়োহির চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেন জুলিয়া বরার্টস। কিন্তু প্রস্তাবটি লুফে নেন সান্দ্রা বুলোক।

১৯. 'গ্রিজ' ছবিতে ড্যানি জুকোর চরিত্রে অভিনয় করেননি হেনরি উইঙ্কলার। এতে সুযোগ পান জন ট্রাভোল্টা।

২০. 'ফরেস্ট গাম্প' ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান জন ট্রাভোল্টা। কিন্তু এতে দারুণ অভিনয় করেন  টম হ্যাঙ্কস।

২১. 'ফুটলুজ'  ছবিতে রেন ম্যাককোরম্যাকের চরিত্রে অভিনয় করেননি টম ক্রুজ। পরে এতে অভিনয় করেন  কেভিন র‌্যাকোন।

২২. 'ফিফটি শেডস অব গ্রে' নিয়ে যে ছবি হয় তাতে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান চার্লি হুনাম। পরে এতে অভিনয় করেন জেমি ডোরনান।

২৩. 'সিস্টার অ্যাক্ট' ছবিতে সিস্টার মেরি ক্লারেন্স চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিটি মিডলার। এতে অভিনয় করেন হুপি গোল্ডবার্গ।

২৪. 'সিলভার লাইনিংস প্লেবুক'-এ অভিনয় করতে পারতেন অ্যানা হ্যাথওয়ে। পরে এতে অভিনয় করেন জেনিফার লরেন্স।

২৫. 'জ্যাঙ্গো আনচেইন্ড' ছবিতে অভিনয়ের প্রস্তাব ছিল উইল স্মিথের কাছে। পরে এতে অভিনয় করেন জেমি ফক্স।

২৬. বহু আগেই হিউ জ্যাকম্যানকে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের প্রস্তাব করা হয়। অভিনয় না করলেও এখন পর্যন্ত তা বাতিল করেননি তিনি। এতে অভিনয় করেন ডেনিয়েল ক্রেইগ।

২৭. 'সুপারম্যান রিটার্নস' ছবিতে সুপারম্যানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান জোস হার্টনেট। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সুযোগ মেলে ব্র্যান্ডন রুথের। সূত্র : বিজনেস ইনসাইডার

 


মন্তব্য