kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ধোনির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সুশান্ত

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৩ধোনির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সুশান্ত

টিম ইন্ডিয়ার অধিনায়ক মি. কুল বলে খ্যাত মহেন্দ্র সিং ধোনি নাকি অভিনয়ে ভীষণ পটু! ধোনির বায়োপিকে অভিনয় করা নায়ক সুশান্ত সিং রাজপুত সম্প্রতি এমনই সার্টিফিকেট দিয়েছেন। ধোনির সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করছিলেন সুশান্ত। তখনই তিনি বুঝতে পেরেছিলেন ধোনি কোন মাপে অভিনেতা।

সুশান্ত বলেছেন, “ও খুব ভালো অভিনেতা৷ আপনি যদি ভিডিওটি দেখেন, যেটা আমরা একসঙ্গে করেছি, যেখানে ধোনি আমায় জিজ্ঞেস করছেন---ছবিতে কী কী আছে, সেখানে পাঁচ-ছয়টা বাক্যই চিত্রনাট্যের অংশ। ”

আমি তার সঙ্গে এমনিই কিছু কথা যোগ করে দিই৷ ধোনিও দারুণভাবে রিঅ্যাক্ট করেন৷ তারপর আবার আমি কথা বলি৷ সেটা শুনে আবার ধোনি রিঅ্যাক্ট করেন৷ তার মানে ধোনি সত্যিই ভালো অভিনেতা৷ কেউ যখন সহ-অভিনেতার ডায়ালগ মন দিয়ে শুনছেন, তার অর্থ আপনি একজন ভালো অভিনেতা৷' সুশান্ত এই মুহূর্তে ধোনিকে নিয়ে এতটাই আপ্লুত যে তিনি মনে করছেন ধোনি যদি ফিল্ম কেরিয়ার বেছে নেন, তা হলে অন্য অনেক অভিনেতাকেই অন্য পেশার কথা ভাবতে হবে৷ এবং সেই তালিকায় তিনি নিজের নামটিও রেখেছেন৷

প্রসঙ্গত এই ছবি প্রোমোট করতে ধোনি কেন এমন উঠে পড়ে লেগেছেন, তা নিয়ে অলরেডি প্রশ্ন ঘুরছে বলিউডে৷ এমনটাও শোনা যাচ্ছে ধোনি নাকি এই ছবির সঙ্গে যুক্ত থাকার জন্য, অর্থাত্ এই ছবি বানাতে সম্মতি দেওয়ার জন্য আর প্রোমোশনে উপস্থিত থাকার জন্য ৪০ কোটি টাকার মতো একটি বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন৷ এ ব্যাপারে পরিচালক নীরজ পাণ্ডেকে প্রশ্ন করা হয়েছিল৷ তিনি অবশ্য একটি মজার উত্তর দিয়েছেন৷


মন্তব্য