kalerkantho


সানির সঙ্গে সিনেমায় যুবরাজ সিং! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২১সানির সঙ্গে সিনেমায় যুবরাজ সিং! (ভিডিওসহ)

আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ার প্রায় শেষের পথে। যুবরাজ সিং এবার বিয়ে করবেন। কিন্তু তার আগে যুবিকে নিয়ে তুমুল আলোচনা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বলা হয় যুবরাজ সিং অভিনয় করছেন সানি লিওনের বেইমান লাভ সিনেমায়। রাজীব চৌধুরী পরিচালিত রোমান্টিক থ্রিলার এই সিনেমায় যুবরাজ নাকি নায়ক রাজনীশ দুগ্গলের আত্মীয়র ভূমিকায় অভিনয় করছেন।

পোস্টটি বেশ কিছু শেয়ার হওয়ার পর প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই সিনেমায় অভিনয় করা যুবরাজ সিং তারকা ক্রিকেটার নন, আসলে এই যুবরাজ একজন পাঞ্জাবী অভিনেতা। যুবি ভুল ভাঙাতে খোদ আসরে নামেন পরিচালক রাজীব চৌধুরী। অভিনেতা যুবরাজকে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন (দেখুন এই ভিডিও)। 


৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।

এই সিনেমাতেই নাকি অভিনেতা হিসেবে অন্য সানি লিওনকে দেখা যাবে। এই প্রথম সানিকে দেখা যাবে সিরিয়াস এক চরিত্রে। সানির বিপরীতে দেখা যাবে রজনিস দুগ্গলকে। এ সিনেমায় প্রথমে সানিকে দেখা যাবে হাসিখুশি এক মেয়ের ভূমিকায়। কিন্তু বিরতির পরেই হবে ভোলবদল। বদলে যাবেন চেনা সানি। তখন তাঁকে দেখা যাবে সিরিয়াস বিজনেস ওম্যান হিসেবে।

সূত্র: জিনিউজ


মন্তব্য