kalerkantho


কলেজের নবীন বরণে সানি লিওন-মিয়া খলিফা!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৯কলেজের নবীন বরণে সানি লিওন-মিয়া খলিফা!

কলেজের প্রথম দিনে সব নবীনদেরই বুক দুরু দুরু করে। নতুন পরিবেশ, বন্ধুর অভাব, সেই সঙ্গে বড় ভাইদের চোখ রাঙ্গানি তো আছেই। কিন্তু কেরালার কোলামে শ্রী সত্যনারায়ণ পলিটেকনিক কলেজের সিনিয়রা জুনিয়রদের এই সমস্যাটি বিবেচনা করে এক কান্ড ঘটালেন!

কলেজে আগমন ঘটল সানি লিওন আর মিয়া খলিফার! মানে কলেজ গেটের ঠিক ভিতরে নবাগত বা ফ্রেশারদের স্বাগত জানাতে দেওয়া হয় পোস্টার। পোস্টারে দুই প্রাক্তন পর্নস্টার হাতজড়ো করে স্বাগত জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে।

এই পোস্টার দেখে ভিরমি খাওয়ার জোগাড় নবাগতদের। কলেজ কর্তৃপক্ষ তো বেজায় চটেছে এই ঘটনায়। কলেজের সিনিয়র ছাত্রদের তলব করা হয়েছে। সিনিয়রদের জবাব, নতুনদের টেনশন কাটাতেই একটু মজা করা হয়েছে। এই পোস্টারের ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরেই ভাইরাল হয়ে গিয়েছে।


মন্তব্য